top of page
Majlis Ansarullah Bangladesh
আহমদীয়া মুসলিম জামাতের
চল্লিশোর্ধ পুরুষদের সংগঠন
ভ্লিবল টুর্নামেন্ট
মজলিসে আনসারুল্লাহর আহাদনামা
প্রকাশনা

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। (৩ বার পড়তে হবে)।
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক-অদ্বিতীয়, তাঁর কোন শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রসূল।
আমি প্রতিজ্ঞা করছি, ইসলাম ও আহমদীয়াতের দৃঢ়তা ও এর প্রচার এবং নেযামে খিলাফতের সংরক্ষণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব এবং এর জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে দ্বিধা করব না। এছাড়া আমার সন্তান-সন্ততিদেরকে খিলাফতের প্রতি উৎসর্গীকৃত ও অনুরক্ত থাকতে সর্বদা তাগিদপূর্ণ উপদেশ দিতে থাকব। | (ইনশাআল্লাহ্ তা'লা)।।
সাম্প্রতিক কার্যক্রমের এক ঝলক

আযান শুনুন
মৌলানা ফিরোজ আলম সাহেবের কন্ঠে
আযান